শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শহীদুর রশীদ ভূঁইয়া, উপ-উপাচার্য অধ্যাপক ড. অলোক কুমার পাল এবং প্রক্টর অধ্যাপক ড. মো. হারুন-উর-রশীদ পদত্যাগ করেছেন।

মঙ্গলবার (৬ আগস্ট) রাতে তারা পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার শেখ রেজাউল করিম।

জানা যায়, মঙ্গলবার (৬আগস্ট) বিকালে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্য, কোষাধ্যক্ষ, প্রক্টর ও ছাত্র পরামর্শকে পদত্যাগের আল্টিমেটাম দেন সাধারণ শিক্ষার্থীরা। তার প্রেক্ষিতি তারা রেজিস্ট্রার বরাবর পদত্যাগ পত্র জমা দেন।

উল্লেখ্য অধ্যাপক ড. শহীদুর রশীদ ভূঁইয়া গত ২০২০ সালের ১৭ নভেম্বর উপাচার্য হিসেবে নিয়োগ পান। অন্যদিকে গত বছরের ৩০ এপ্রিল অধ্যাপক ড. অলোক কুমার পালকে উপ-উপাচার্য নিয়োগ দেওয়া হয়।