ডিএমপি কমিশনার হাবিবুর রহমানকে ওএসডি করে পুলিশ দপ্তরে সংযুক্ত করা হয়েছে। ডিএমপির নতুন কমিশনার হিসেবে নিয়োগ দেয়া হয়েছে সিআইডির (প্রশাসন) ডিআইজি মাইনুল হাসানকে। আজ বুধবার সকালে রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব মাহবুবুর রহমান শেখ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে।

এদিকে, র‍্যাবের মহাপরিচালক ব্যারিস্টার হারুনুর রশিকে পুলিশ সদর দপ্তরে বদলি করা হয়েছে। পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক এ কে এম শহিদুর রহমানকে র‍্যাবের নতুন ডিজি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

এর আগে মঙ্গলবার রাতে আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে সরিয়ে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (সুপার নিউমারারি) ময়নাল হোসেনকে আইজিপি হিসেবে নিয়োগ দেয়া হয়।