কুয়াকাটায় বৈষম্যবিরোধী ও অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে ‘ছাত্র ও শিক্ষক শান্তি সমাবেশ’ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (০৬ আগস্ট) ১১ টায় পর্যটন হলিডে হোমস ও ইউথ ইনের হল রুমে সাধারণ ছাত্র-ছাত্রী ও কুয়াকাটার সকল শ্রেণীপেশার মানুষ এতে আংশ নেয়।
এ সময় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অন্যতম সমন্বয়ক মোঃ ইমরান বলেন, আমরা কোন দলের নয়, আমরা দেশের ছাত্র, যেখানে অন্যয় সেখানেই প্রতিবাদ, আমরা কোন রাজনৈতিক দলের ফায়দা নিতে আন্দোলন করিনি।
বরিশাল বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক খায়রুল ইসলাম সোহাগ বলেন, আমাদের অনেক ভাইয়ের জীবেনর বিনিময়ে আমরা স্বৈরাচারী সরকারের পতন করতে সক্ষম হয়েছি। তাই আমরা সেই ভাইদের স্মরণ করছি।
অন্য সমন্বয়ক জিনিয়া গাজী বলেন, দেশ কারো বাপের না, কারো স্বামীর না। আপনারা বিজয়ের নামে যা করতেছেন এটি আমরা চাই না। আমরা চাই শান্তি।
কুয়াকাটা খানাবাদ ডিগ্রি কলেজের অধ্যক্ষ, সিএম সাইফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- জসিম উদ্দিন বাবুল,প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক, মোঃ খলিলুর রহমান, (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক, বঙ্গবন্ধু মাধ্যমিক বিদ্যালয়ের, সাইদুর রহমান সোহেল, প্রধান শিক্ষক, আবু হানিফ মাধ্যমিক বিদ্যালয়,সৈয়দ মোঃ ফারুক সুপারেন ইসলামপুর দাখিল মাদ্রাসা,ফখরুল ইসলাম প্রধান শিক্ষক মুসল্লীয়া বাদ এ কে মাধ্যমিক বিদ্যালয়,আলহাজ্ব মাঈনুল ইসলাম মন্নান, সহকারী শিক্ষক,জাহিরুল ইসলাম মিরন, প্রভাষক,
অনুষ্ঠান সঞ্চলন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক জিএম সবুজ এসময় তিনি বলেন, আমরা এই অরাজকতা ও সংহিতা করার জন্য রক্ত দেইনি। একটি মহল তারা ফায়দা নিচ্ছে। এটি মোটেই কাম্য নয়।
অনুষ্ঠানে নিহতদের স্বরনে এক মিনিট নিরবতা শেষে, দোয়া ও শান্তি মিছিল,মিষ্টি বিতরন করা হয়।