দিনাজপুরের ঘোড়াঘাটে সরকারের অধিগ্রহণ করা জমি দখল করে ভবন নির্মানের অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ জমির দাগ নাম্বার একাধিক বার পরিবর্তনের মাধ্যমে সরকারী জায়গাটি দখলের পায়তারা চলছে।

খোঁজ নিয়ে জানা যায়, উপজেলাধীন ৩নং সিংড়া ইউনিয়নে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়ক থেকে প্রায় ৫০০ মিটার দুরে সাম্প্রতিক সময়ে নিজেদের সীমানা প্রাচীর গেড়েছে সড়ক ও জনপদ বিভাগ। মহাসড়ক থেকে সীমানা প্রাচীর পর্যন্ত জায়গাটি সওজ এর অধিগ্রহণ করা জমি।

তবে সরকারী এই জায়গাটির উপর সম্পূর্ণ অবৈধভাবে ভবন নির্মান করছে স্থানীয় এক ব্যক্তি। শুধু ভবন নির্মান নয়, জমিটির দাগ নাম্বারও অবিশ্বাস্য ভাবে একাধিকবার পরিবর্তনের চেষ্টা করা হয়েছে। যা সম্পূর্ণ অবৈধ।

দাগ নাম্বার পরিবর্তনের মাধ্যমে জায়গাটি নিজের বলে দাবি করছে স্থানীয় ওই ব্যক্তি। আর এই দাগ নাম্বার পরিবর্তনের কাজে তাকে সহযোগীতা করছে উপজেলা সেটেলমেন্ট অফিসের কয়েকজন কর্মচারী।

অভিযোগ করে স্থানীয় মেহেদুল মিয়া বলেন, সরকারী সীমানা পিলার পুঁতে রাখা আছে। তার ভিতরেই সরকারী জায়গায় ব্যক্তি মালিকানাধীন ভবন নির্মান করা হচ্ছে। আবার কোন এক অদৃশ্য শক্তিতে জমির দাগ নাম্বার পরিবর্তনের চেষ্টা চলছে।

তবে ঘোড়াঘাট উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান বলেন, এই ধরণেই কোন বিষয় আমার জানা নেই। সরকারী জায়গায় কোন কিছু নির্মান করার কোন সুযোগ নেই। আর দাগ নাম্বার পরিবর্তন করার সুযোগ নেই। তবে এ ধরণের অভিযোগ পেলে তদন্ত পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

বার্তাবাজার/রাআ