মালয়েশিয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে নারী উদ্যোক্তাদের আয়োজনে বাংলাদেশি পন্যের উই হাটবাজার নামে দেশীয় পণ্যের মেলা। সহযোগিতা করছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। শনিবার(১০ জুন) দিনব্যাপি এ মেলার আয়োজন করেছে, নারী উদ্যোক্তাদের সংগঠন উইমেন অ্যান্ড ই-কমার্স ট্রাস্ট (উই )।
বৃহস্পতিবার (৯জুন )কুয়ালালামপুরে বুকিত বিংতানের ভি আইপি পিঠাঘরে এক সংবাদ সম্মেলনে মেলার আনুষ্ঠানিক ঘোষণা দেন, ঢাকা থেকে আগত উই এর প্রতিষ্ঠাতা ও সভাপতি নাসিমা আক্তার নিশা। জি টাওয়ারের বলরুমে সকাল ১০ টা থেকে শুরু হয়ে রাত ১০ টা পর্যন্ত চলা এ মেলায় অংশ নিচ্ছে, দেশ এবং প্রবাসের নারী উদ্যোক্তারা।
আয়োজকরা জানান, আকর্ষণীয় মুল্যে বিদেশে বসে দেশীয় পণ্য কেনার সুযোগ মিলবে এবারের মেলায়। বিভিন্ন স্টলে থাকছে খেজুর- কাঁঠাল থেকে শুরু করে সব ধরণের আচার ,নিজস্ব ডিজাইনের ব্লক কুর্তি ,টাঙ্গালের শাড়ি ,জামদানি ,নকশিকাঁথা ,মাটির তৈরি জিনিসপত্র, দেশীয় তৈরি কাপড়, দেশীয় অলংকার, হস্তশিল্পের জিনিসপত্র।
উইমেন অ্যান্ড ই-কমার্স ট্রাস্ট (উই)-এর মালয়েশিয়ার প্রধান পাপিয়া আক্তার বলেন, উই হাটবাজার মেলার এ ধরনের উদ্যোগ প্রবাসী নারীদের আরো উদ্বদ্ধ করবে, দেশীয় পণ্য উৎপাদন ও প্রসারে ভূমিকা রাখবে।
ছোট ছোট পরিসরে এমন মেলা স্থানীয় উদ্যোক্তাদের সম্ভাবনার খাত তৈরি করবে। নারীদের স্বাবলম্বী করে তোলা, কর্মসংস্থান তৈরি, দেশীয় পণ্যের প্রসার এবং প্রবাসী নারীদের উদ্যোক্তা সৃষ্টির লক্ষ্যেই উই হাটবাজার মেলার আয়োজন। মেলার মিডিয়া পার্টনার এনটিভি।
বার্তাবাজার/রাআ