কোটা সংস্কারের আন্দোলন করতে গিয়ে ছাত্ররা জাতিকে মুক্তি দিয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদের। তিনি বলেছেন, ‘আন্দোলনের ছাত্ররাই আমাদের মুক্তির দূত। তাঁদের এই ত্যাগ জাতি কৃতজ্ঞচিত্তে স্মরণে রাখবে।

আন্দোলনে বিজয়ী ছাত্রসমাজকে অভিনন্দন জানিয়ে সোমবার রাতে গণমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে জি এম কাদের এসব কথা বলেন। তিনি দেশবাসীকে ধৈর্যের সঙ্গে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান জানান।

বিবৃতিতে জি এম কাদের কোটা সংস্কার আন্দোলন ঘিরে নিহত সবার পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান এবং আহত ব্যক্তিদের দ্রুত সুস্থতা কামনা করেন। আন্দোলন ঘিরে গ্রেপ্তার ও আটক রাজনৈতিক নেতাদের অবিলম্বে মুক্তি দাবি করেন তিনি।