চট্টগ্রামে নগরী ও জেলা পুলিশের থানা এবং বিভিন্ন স্থাপনায় হামলা লুটপাট ও অগ্নি সংযোগের ঘটনা ঘটলেও মহানগর পুলিশের পাচলাইশ থানায় ভিন্ন ঘটনা ঘটেছে।
সোমবার দিবাগত দলে দলে সেখানে বিএনপি, যুবদল, ছাত্রদল এবং দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা থানা পাহারা দিতে আসেন।
এর আগে বিকেলে নগরীর ষোল শহর এলাকায় অস্ত্রধারী ছয় পুলিশকে উদ্ধার করে থানায় পৌঁছে দেন তারা।
এদিন ছাত্র-জনতার গণবিক্ষোভের মুখে শেখ হাসিনার পদত্যাগ ও তার দেশ ছাড়ার খবরের ছড়িয়ে পড়লে চট্টগ্রামের রাস্তায় নেমে আসেন হাজারো মানুষ।
সে সময় পতেঙ্গা, চান্দগাঁও, হালিশহর কোতয়ালী, সদরঘাট, ইপিজেড থানাসহ বিভিন্ন থানা ঘেরাও ও দামপাড়া পুলিশ লাইন্সে হামলা হয়৷ এছাড়া, মনসুরাবাদ পুলিশ লাইন্স ও জেলা পুলিশের ছোটপুল পুলিশ লাইন্সে হামলা হয়। কোথাও কোথাও আগুন ধরিয়ে দেওয়া হয়।
থানায় বসে পাঁচলাইশ থানা বিএনপির আহ্বায়ক মামুনুল ইসলাম হুমায়ুন বলেন, ‘থানা জাতীয় সম্পদ, এটির মালিক জনগণ। আমরা থানায় এসেছি নিজ দায়িত্বে। আমাদের নেতাকর্মীদের বলা হয়েছে, থানায় যেন কোনো হামলা না হয়। তৃতীয় কোনো পক্ষ যেন সুযোগ নিতে না পারে। থানার সম্পদ আমাদের জনগণের টাকায় কেনা।