প্রধানমন্ত্রীর পদ ছে‌ড়ে শেখ হা‌সিনার দেশ ত‌্যা‌গের খবর ছ‌ড়ি‌য়ে পড়ার ‌কিছুক্ষণ পরই বাংলা‌দেশ কৃ‌ষি বিশ্ব‌বিদ‌্যালয় (বাকৃ‌বি) ক‌্যাম্পাস থে‌কে পা‌লি‌য়ে আত্ম‌গোপ‌নে চ‌লে যে‌তে দেখা যায় বাকৃ‌বি শাখার ছাত্রলী‌গের সভাপ‌তি খন্দকার তা‌য়েফুর রহমান রিয়াদ‌কে।

সোমবার (৫ আগস্ট) বিশ্ব‌বিদ‌্যাল‌য়ের ফজলুল হক হ‌লের পেছ‌নে পাগলা বাজা‌রের রাস্তা ধ‌রে ক‌য়েকজন নেতাকর্মী স‌ঙ্গে নি‌য়ে মোটরসাই‌কে‌লে পা‌লি‌য়ে যে‌তে দেখা যায়।

এসময় তাঁর হা‌তে নগদ টাকা সহ এক‌টি কা‌লো ব‌্যাগ ছিল।

প্রত‌্যক্ষদর্শীরা তাঁ‌কে ধাওয়া কর‌লেও মোটরসাই‌কে‌লের গ‌তি বা‌ড়ি‌য়ে চ‌লে যান।