বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক দফা দাবিতে ছাত্র-জনতার তোপের মুখে পড়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশত্যাগের খবরে বান্দরবানের লামায় বিজয় মিছিল করেছেন সাধারণ জনগণ, শিক্ষার্থী ও বিএনপির নেতাকর্মীরা। পরে মানুষের মাঝে মিষ্টি বিতরণ করছেন।
সোমবার (৫ আগস্ট) বিকেল ৪টার দিকে উপজেলার বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে বের হয় জনতা। এরপর শহরের উপজেলা চত্বরে একত্রিত হয়ে বিজয় মিছিল ও উল্লাস করে সাধারণ জনতা।
এসময় বিজয় মিছিল থেকে শেখ হাসিনার পালানো নিয়ে বিভিন্ন স্লোগানে মুখর হয়ে ওঠে পরিবেশ। আনন্দ উল্লাসে ঐক্যবদ্ধ হয়ে মাঠে নেমেছে সর্বস্তরের জনগণ। বিজয় মিছিল থেকে শহরে আওয়ামী লীগের সকল ব্যানার-ফেষ্টুন ছিঁড়ে ফেলা হয়। একই সাথে শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুর করে বিক্ষুব্ধ জনতা। পুরো শহরজুড়ে মিছিলে মিছিলে মহড়া দিচ্ছে বিভিন্ন দলের নেতাকর্মী ও সাধারণ জনতা।
এদিকে আজ সন্ধ্যা ৭ ঘটিকায় উপজেলা চত্বরের শহীদ মিনারে শহীদদের স্মরণে মোমবাতি প্রজ্জ্বলন করা হবে বলে ঘোষণা দেয় লামার ছাত্র সমাজ।