পদত্যাগ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছাড়ার খবরে চট্টগ্রাম নগরীর পথে পথে জনস্রোত নেমেছে। একেরপর এক আনন্দ মিছিল নিয়ে আনন্দ উদযাপন করছে বন্দরনগরবাসি। রাজপথ পেরিয়ে অলি গলিতে নারীদের মাঝেও ছড়িয়ে পড়ে এই আনন্দ।

আজ সোমবার বেলা ৩টার পর থেকে নগরীর প্রতিটি এলাকায় হেটে ও মোটর শোভা যাত্রার মাধ্যমে আনন্দ মিছিল করতে দেখা যায়। মুহুর্থের মধ্যেই মিষ্টির দোকান গুলোতে মিষ্টি সংকট হয়ে যায়।

মিছিলে শিক্ষার্থী, চাকরিজীবী, শিশু, নারী, বয়োবৃদ্ধ সব বয়সীদের এই মিছিলে অংশ নিতে দেখা গেছে। এ সময় আওয়ামী লীগের বিভিন্ন স্থাপনা ব্যাপক ভাঙচুর চালায় ছাত্র জনতা।

বিভিন্ন জায়গা থেকে ছাত্র জনতা মিছিল সহকারে নগরীর কাজির দেউড়ি মোড়ে জড়ো হয়। সন্ধ্যার আগেই লাখো জনতার স্লোগানে এলাকা প্রকম্পিত হতে থাকে।

নগরবাসী বলেন, চট্টগ্রামে সবচেয়ে বেশী মানুষ সমাগম হয় ঈদে মিলাদুন্নবী জুলুসে। এই জনস্রোত জুলুসকেও ছাড়িয়ে গেছে।