রাজধানীর যাত্রাবাড়ীর কাজলায় বিক্ষোভকারীদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়া চলছে। সোমবার (৫ আগস্ট) সংঘর্ষে বেলা ১১টা ৪০ মিনিটের দিকে গুলিবিদ্ধ হয়ে নিহত হন রাসেল নামে একজন। তার বয়স ২৫ বছর।
গুলিবিদ্ধ রাসেলকে ঢাকা মেডিকেলে নিয়ে আসেন পথচারীরা। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সুমন নামে এক পথচারী গণমাধ্যমকে বলেন, কাজলা ব্রিজের নিচে গুলিবিদ্ধ হয়েছিলেন রাসেল। তার মাথায় গুলির চিহ্ন রয়েছে।
সকাল ৯টার পর থেকে রাজধানীর যাত্রাবাড়ী থানার মোড়ের সামনে অবস্থান নেয় সেনাবাহিনী। তাদের সঙ্গে রয়েছে র্যাব, পুলিশ, এপিবিএনের সদস্যরা। সকাল ১০টার পর থেকে রাজধানীর শনির আখড়া, কাজলা ও রায়েরবাগ এলাকায় অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করে বিক্ষোভকারীরা।