রংপুরের ঘটনা তদন্তে আসা বিচার বিভাগীয় তদন্ত কমিশনের তিন সদস্য সৈয়দপুর বিমানবন্দর থেকেই ঢাকা ফিরে গেছেন। দীর্ঘ প্রায় চার ঘণ্টা নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে অবস্থান করার পর রবিবার (৪ আগস্ট) বিকাল ৪টায় ঢাকা ফিরে যান তারা।

সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনে সারাদেশে গত ১৬ জুলাই থেকে ২১ জুলাই পর্যন্ত সংঘটিত হত্যা, সহিংসতা, নাশকতা,অগ্নিসংযোগ, লুটপাট, সন্ত্রাসী কর্মকাণ্ড ও ক্ষয়ক্ষতির ঘটনা তদন্তের জন্য তিন সদস্যের গঠিত বিচার বিভাগীয় তদন্ত কমিটি রবিবার রংপুরে যাওয়ার উদ্দেশ্যে ঢাকা থেকে বিমানযোগে সকাল ১১টায় সৈয়দপুর বিমানবন্দরে আসেন। এরপর সড়কপথে তাদের রংপুরে উদ্দেশ্যে যাওয়ার কথা ছিল।

কিন্তু স্থানীয় কর্তৃপক্ষের ক্লিয়ারেন্স না পাওয়ায় তদন্ত কমিটির সদস্যরা রংপুরে যেতে পারেননি।
দীর্ঘ চার ঘণ্টা সৈয়দপুর বিমানবন্দরে অপেক্ষা করেন তারা। এর পর বেলা তিনটায় তদন্ত কমিটির সভাপতি সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামান সৈয়দপুর বিমানবন্দরে প্রেস ব্রিফিং করে ঘটনার বিষয়ে স্থানীয় সাংবাদিকদের অবহিত করেন।

এসময় বিচার বিভাগীয় তদন্ত কমিশনের অন্য দুই সদস্য হাইকোর্টের বিচারপতি কে এম জাহিদ সারওয়ার এবং বিচারপতি মোহাম্মদ শওকত আলী চৌধুরী উপস্থিত ছিলেন।

প্রেস ব্রিফিংয়ে তদন্ত কমিটির সভাপতি খোন্দকার দিলীরুজ্জামান জানান, রংপুরের পরিস্থিতি পূর্বের তুলনায় রবিবার ভয়াবহ হওয়ায় প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য প্রমাণ গ্রহণ সম্ভব হবে না। পরে পরিস্থিতি স্বাভাবিক হলে তদন্ত কমিশন ফের কাজ শুরু করবে। এক্ষেত্রে কমিশন সম্পূর্ণভাবে স্বাধীন ও নিরপেক্ষ থেকে কাজ করবে বলে ঘোষণা দেন তিনি।

তিনি আরো বলেন, প্রয়োজনে আন্তর্জাতিক সংস্থার সহায়তা নিয়ে কে বা কারা এসব কর্মকাণ্ডের সঙ্গে জড়িত তা সঠিকভাবে নিরূপণ করা হবে।

তদন্ত স্বচ্ছ করতে দলমত নির্বিশেষে সবার সহযোগিতা প্রয়োজন বলে জানান তিনি।