চলমান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঘিরে সহিংসতা ও অসহযোগ কর্মসূচিতে দেশব্যাপী আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে। এমন অবস্থায় রোববার (৪ আগস্ট) সন্ধ্যা ৬টা থেকে অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
ঘোষিত কারফিউয়ের কারণে আগামী সোমবার (৫ আগস্ট) বাংলাদেশ আওয়ামী লীগের পূর্ব নির্ধারিত শোকমিছিল অনুষ্ঠিত স্থগিত করা হয়েছে।
একইসঙ্গে শহীদ বীর মুক্তিযোদ্ধা শেখ কামালের জন্মবার্ষিকীর কর্মসূচিও স্থগিত করা হয়েছে।
রোববার রাতে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।