বেঙ্গল শিল্পালয়ে দুই দিনব্যাপী শাস্ত্রীয় সংগীতের আয়োজন করা হয়েছে। শুক্রবার সন্ধ্যা ছয়টায় সুর-সংগীতে স্মরণ করা হবে নিবেদিতপ্রাণ সংগীত শিক্ষক অসিত কুমার সাহা ও বরকত হোসেনকে। স্মরণানুষ্ঠানের সূচনাভাগে সারেঙ্গি শোনাবেন বেঙ্গল পরম্পরা সংগীতালয়ের শিক্ষার্থী শৌণক দেবনাথ ঋক। পরম্পরা লক্ষ্যাপারের শিল্পী তন্দ্রিতা সরকার খেয়াল পরিবেশন করবেন।

 

সবশেষে সেতার বাজিয়ে শোনাবেন সংগীতালয়ের প্রাক্তন শিক্ষার্থী এবং পরম্পরা লক্ষ্যাপারের শিক্ষক নিশীথ দে। তাঁর সঙ্গে তবলায় সংগত করবেন সংগীতালয়ের সহকারী শিক্ষক প্রশান্ত ভৌমিক। অনুষ্ঠানে বক্তব্য দেবেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের অধ্যাপক রেজওয়ান আলী।

 

 

পরদিন শনিবার সন্ধ্যা সাড়ে ছয়টায় থাকছে বেঙ্গল পরম্পরা সংগীতালয়ের শিক্ষার্থীদের নিয়মিত আয়োজন ‘বৈঠক’। অনুষ্ঠানে ধ্রুপদ পরিবেশন করবেন দিব্যময় দেশ। তাঁকে পাখোয়াজে সংগত করবেন প্রশান্ত ভৌমিক। সেতার বাজিয়ে শোনাবেন সুব্রত বিশ্বাস। সবশেষে খেয়াল পরিবেশন করবেন নক্ষত্র গিলবার্ট ফ্রান্সিস। সুব্রত ও গিলবার্টের সঙ্গে তবলায় সংগত করবেন কুমার প্রতিবিম্ব। হারমোনিয়ামে থাকবেন ধ্রুব সরকার।

 

ই.এক্স/ও.আর/বার্তা বাজার