পটুয়াখালীতে এক দফা দাবি আদায়ে লাঠিসোঁটা নিয়ে পটুয়াখালী- বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। রবিবার (০৪ আগষ্ট) সকালে শহরের বড় চৌরাস্তায় কয়েক হাজার শিক্ষার্থী জড়ো হয়ে বিক্ষোভ মিছিল করেন। এসময় পুলিশ বক্সে ভাংচুর ও হামলা চালায় আন্দোলনরত শিক্ষার্থীরা।
এদিকে আন্দোলনকারী শিক্ষার্থীরা দুপুরে বড় চৌরাস্তা থেকে পটুয়াখালী কেন্দ্রীয় শহীদ মিনারের দিকে যাওয়ার সময় পুলিশ লাইন্সগেটে হামলা ও ভাংচুর চালায়। বর্তমানে পটুয়াখালীতে থমথমে অবস্থা বিরাজ করছে। এ আন্দোলনে বিএনপি, ছাত্রদল, যুবদল, শ্রমিকদল ও জেলা জাতীয়তাবাদী আইনজীবী পরিষদের নেতাকর্মীদের দেখা যায়।