বরিশালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকা অসহযোগ আন্দোলনে ছাত্র-জনতার সঙ্গে আওয়ামী লীগের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে এক আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে।

রবিবার (৪ আগস্ট) দুপুরের দিকে বরিশাল নগরের বটতলা এলাকার করিম কুটিরের সামনে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের (শেবাচিম) মেডিকেল জরুরি বিভাগের চিকিৎসক সজিব আহমেদ।

নিহত ওই আওয়ামী লীগ নেতার নাম টুটুল চৌধুরী। তিনি নগর আওয়ামী লীগের ১২ নম্বর ওয়ার্ডের সাবেক সভাপতি ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষের মধ্যে টুটুল আন্দোলনকারীদের লক্ষ্য করে গুলি ছুড়লে তাকে ধরে কুপিয়ে ও পিটিয়ে জখম করে আন্দোলনকারীরা। পরে শের ই বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে তার মৃত্যু হয়।

শেবাচিমের চিকিৎসক সজিব আহমেদ জানান, নিহত টুটুলের মাথায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। আর আঘাতগুলো এমনভাবে করা হয়েছে যে মাথার খুলির ভেতরে থাকা অনেক কিছুই বাইরে বের হয়ে গেছে। রক্তক্ষরণ ও মাথায় আঘাতের কারণেই তার মৃত্যু হয়েছে।

বরিশাল কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, সংঘর্ষে এক আওয়াম লীগ নেতার মৃত্যু হয়েছে। তবে বিস্তারিত পরে জানাবেন বলে নিশ্চিত করেন তিনি।