কুমিল্লায় শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষে দাউদকান্দির ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশের এক সদস্য নিহত হয়েছেন। তার নাম এরশাদ মিয়া। বিষয়টি নিশ্চিত করেন হাইওয়ে পুলিশের কুমিল্লা অঞ্চলের সুপার খায়রুল আলম।

খায়রুল আলম বলেন, আন্দোলনকারীরা কুমিল্লার ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির পুরাতন ভবনে আগুন দেয়। পরে ইলিয়টগঞ্জ হাইওয়ে থানায় আগুন দেয়। এর আগে পুলিশের একটি প্রাইভেট কার ও রেকারে আগুন দেওয়া হয়। এ সময় বিক্ষোভকারীরা এরশাদ মিয়া নামে এক পুলিশ কনস্টেবলকে পিটিয়ে হত্যা করে।

স্থানীয় সূত্র জানায়, আন্দোলনকারীরা দাউদকান্দি সুন্দলপুর ইউনিয়ন পরিষদে আগুন দেয়। পুড়িয়ে দেওয়া হয়েছে দুটি সিএনজি ও ছয়টি মোটরসাইকেল।