কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলা ও হত্যার প্রতিবাদে মিছিলে নেমেছে শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের সঙ্গে সংহতি প্রকাশ করেছেন শিল্পীদের অনেকেই। এবার তাদের সঙ্গে সংহতি প্রকাশ করলেন এক সময়ের জনপ্রিয় অভিনেতা ইলিয়াস কাঞ্চন।

শনিবার (৩ আগস্ট) বিকেল ৩টার পর সংগীতশিল্পী ও সংগীত অনুরাগীরা র‍্যালি করে শহীদ মিনারের উদ্দেশে যাওয়ার পথে তিনি একথা বলেন।

ইলিয়াস কাঞ্চন বলেন, শিক্ষার্থী নিহতের ঘটনায় সুষ্ঠু বিচার হবে না। কারণ এর সঙ্গে জড়িত যারা তারা এর বিচার করতে পারবে না। জাতিসংঘের মাধ্যমে যদি হয় তাহলে সুষ্ঠু বিচার হতে পারে।

এসময় তিনি আরও বলেন, আমাদের নতুন প্রজন্মের ভালো চাইতে হবে, ওদের শান্তি দিলে দেশও শান্তিতে থাকবে। আর একটি কথা বলতে চাই, মানুষের এতদিনের ক্ষোভ প্রকাশ করতে পারেনি, এখন প্রকাশ করছে। সেই ক্ষোভ-যন্ত্রণা প্রকাশ করার জন্য মানুষ মাঠে নেমেছে।