বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা এক দফা দাবিতে অংশগ্রহণ করেছেন উত্তরের জেলা পঞ্চগড়ের ছাত্র-জনতা। এ সময় বিক্ষুব্ধ জনতা সংরক্ষিত সংসদ সদস্য রেজিয়া ইসলাম ও তার ছেলে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত সম্রাটের বাড়িতে অংগ্নিসংযোগ ও ভাঙচুর করেছে। এ ছাড়া সংসদ সদস্যের গাড়িসহ দুটি গাড়ি জ্বালিয়ে দিয়েছে বিক্ষুব্ধরা।
এর আগে শহরের চৌরঙ্গী মোড়ে জেলা আওয়ামী লীগের কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযাগ করেছে বিক্ষুব্ধ জনতা। এদিকে অসহযোগ আন্দোলনের ডাক দেওয়ায় অচল হয়ে গেছে পঞ্চগড় শহর। এসব ঘটনার পরই শহরের সকল দোকানপাট বন্ধ হয়ে যায়। পরে সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আমিরুল ইসলামের শহরের জালাসির বাড়ি, পঞ্চগড় পৌরসভার মেয়র জাকিয়া খাতুন, কাউন্সিলর সফিকুল ইসলাম, হাসানাত হামিদুর রহমানের বাড়িতে ভাঙচুর ও লুটপাট চালায়। এ সময় কয়েকজন গণমাধ্যমকর্মীকে লাঞ্ছিতও করা হয়।
রবিবার সকাল থেকেই এক দফা দাবি আদায়ে প্রকম্পিত হয়ে ওঠে পঞ্চগড়ের রাজপথ। সকাল থেকে শহীদ মিনারের সামনে চৌরঙ্গী মোড়ে সমবেত হতে থাকেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ সাধারণ মানুষ। এ সময় আন্দোলনকারীরা প্রধান সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। শহরের দোকানপাট, শপিংমল বন্ধ রয়েছে। সীমিত আকারে রিকশা, অটোরিকশা চলাচল করছে। ধীরে ধীরে সমাবেশ স্থলে উপস্থিতি বাড়ছে। বিভিন্ন এলাকা থেকে দলে দলে ছাত্র-জনতা সমাবেশ স্থলে উপস্থিত হচ্ছেন। শহরে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের কোন নেতাকর্মীকে দেখা যাচ্ছে না।