বিক্ষোভকারীদের আন্দোলন ও সংঘর্ষে উত্তাল মহানগরী খুলনা। বিভিন্ন স্থাপনায় দফায় দফায় ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হচ্ছে। মহানগর আওয়ামী লীগ অফিস ভাঙচুর ও আগুন দিয়েছে বিক্ষোভকারীরা। খুলনা প্রেসক্লাবেও ব্যাপক ভাঙচুর করা হয়েছে।
রবিবার (৪ আগস্ট) বেলা সাড়ে ১১টা থেকে শুর হয় সংঘর্ষ। তবে দুপুর পর্যন্ত ভাঙচুর-হামলা চালানো চলমান ছিল। সংঘর্ষে উভয় পক্ষের কয়েকজন গুরুতর আহত হয়েছে বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বেলা সাড়ে সাড়ে ১১টার দিকে দলীয় কার্যালয়ের সামনে মিছিল-সমাবেশ করছিলেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ সময় পিকচার প্যালেস মোড় থেকে আন্দোলনকারীরা যেতে চাইলে আওয়ামী লীগের নেতাকর্মীরা ধাওয়া করে। দুই পক্ষের মধ্যে ধাওয়া-পালটা ধাওয়া ও সংঘর্ষ ঘটে। এ সময বেশ কয়েক রাউন্ড গুলির শব্দ শোনা যায়। পরে বিক্ষোভকারীরা আওয়ামী লীগ অফিস ভাঙচুর ও আগুন দেয়।
এ সময় বেশ প্রাইভেটকারসহ কয়েকটি মোটরসাইকেল জ্বালিয়ে দেয়। এরপর বিক্ষোভকারীরা জেলা পরিষদে হামলা করে। এ সময জেলা পরিষদের সামনের রাখা যমুনা টিভির সাংবাদিক প্রবীর বিশ্বাসের মোটরসাইকেলসহ পাঁচটি মোটরসাইকেল অগ্নিসংযোগ করে। দুপুর ১টায় খুলনা প্রেসক্লাবে ব্যাপক ভাঙচুর করা হয়।