কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতার মামলায় আটক আরও ৬ জন শিক্ষার্থী ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্ত হয়েছে।
শনিবার (৩ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকা কেন্দ্রীয় কারাগারের (কেরানীগঞ্জ) জেলার নাশির আহমেদ এ তথ্য জানান।
তিনি আরও জানান, এর আগে, শুক্রবার রাত সাড়ে ৯টা নাগাদ কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে ছাড়া পান ৩৫ জন শিক্ষার্থী । এ পর্যন্ত ৪১ জন শিক্ষার্থীকে কারাগার থেকে জামিনে মুক্তি দেওয়া হয়েছে। কারাগারে সামনে তাদের স্বজনরা অপেক্ষায় ছিলেন। নিজ নিজ স্বজনরা তাদের বুঝে নিয়েছেন।
এ সময় কারাগারে সামনে অপেক্ষায় থাকা স্বজনরা মামলা প্রত্যাহারের আকুতি জানান।