মাগুরা প্রতিনিধি : মাগুরা ডিবি পুলিশ মাদক বিরোধী বিশেষ অভিযানে ১৮০ কেজি গাঁজা উদ্ধার করেছে। আজ শনিবার সকালে ডিবি পুলিশ যশোর – মাগুরা মহাসড়কের শিমুলিয়ার ঢালে মাগুরাগামী একটি ট্রাক থামিয়ে তল্লাশী চালিয়ে বিপুল পরিমান এ গাজা উদ্ধার ও দু’জনকে আটক করা হয়।
মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অর্থ) মোঃ কলিমুল্লাহ সাংবাদিকদের বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সকালে শহরের শিমুলিয়ার ঢাল এলাকায় একটি ট্রাকে তল্লাশী চালিয়ে কাঠের গুড়ার মধ্যে ১৮০ কেজি গাজা উদ্ধার করা হয়। এ সময় রুহুল আমিন (৪১) ও আবুল হাসেম নামে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। তাদের বাড়ি খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলার জালিয়াপাড়া গ্রামে। তারা দীর্ঘদিন মাদক ব্যবসার সাথে জড়িত বলে তথ্য পাওয়া গেছে।
তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা হবে।