কুয়ালালামপুরস্থ বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে প্রথমবারের মতো মালয়েশিয়া আন্তর্জাতিক ইসলামিক ট্রেড এন্ড টুরিজম এক্সপোতে অংশগ্রহণ করছে বাংলাদেশ।
মালয়েশিয়ার অন্যতম পর্যটন নগরী মালাক্কায় ইন্টারন্যাশনাল ট্রেড সেন্টারে ১-৪ আগস্ট ২০২৪ পর্যন্ত চলমান এই মেলায় বাংলাদেশসহ ১৫ টি দেশের ২২০ টি বুথে খাদ্য ও পানীয়, পর্যটন, কৃষি, স্বাস্থ্যসেবা, ফাইন্যান্স, শিক্ষা বিষয়ক পণ্য ও তথ্য প্রদর্শিত হচ্ছে। মালয়েশিয়ার ইসলামিক কোম্পানি জিআইবিএস হোল্ডিং ( GISB Holdings)এ মেলা আয়োজন করে।
১ আগস্ট মালয়েশিয়ার মালাক্কা রাজ্যে সরকারের স্থানীয় সরকার, নিষ্কাশন, জলবায়ু পরিবর্তন এবং দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক মন্ত্রী ওয়াই বি দাতুক রইস বিন দাতুক উইরা ইয়াসিন (YB Datuk Rais Bin Datuk Wira Yasin) মেলা উদ্বোধন করেন ।
মেলার পাশাপাশি ইসলামিক কনফারেন্স এবং ফোরাম, হযরত মুহাম্মদ (সঃ) এর জীবনী উপস্থাপন ও ইসলামিক সাংস্কৃতিক উপস্থাপনা এই আয়োজনকে সম্মৃদ্ধ করেছে এবং প্রচুর দর্শনার্থীদের সমাগম হয়েছে ।
বাংলাদেশ হাইকমিশন- এর তত্ত্বাবধানে এ মেলায় দেশীয় একটি কোম্পানি তাদের পণ্যসামগ্রী প্রদর্শন করছে। এছাড়াও হাইকমিশন এর বুথ থেকে বাংলাদেশের পর্যটন আকর্ষণীয় স্থানসমূহ সম্পর্কে বিভিন্ন তথ্য জানানো হচ্ছে ও বাংলাদেশ টুরিজম বোর্ডের পর্যটন বিষয়ক প্রকাশনা দর্শনার্থীদের মধ্যে বিতরণ এবং ব্যবসা-বিনিয়োগ ও পর্যটন বিষয়ে প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হচ্ছে।
আজ মেলার তৃতীয় দিন শনিবার (৩ আগস্ট ২০২৪) মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো: শামীম আহসান মেলা এবং বাংলাদেশের স্টল পরিদর্শন করেন। এ সময় তিনি বাংলাদেশ হাইকমিশনের স্টলে আগত ব্যবসায়ী ও দর্শনার্থীদের সাথে মত বিনিময় করেন এবং বাংলাদেশে সম্ভাবনাময় বাণিজ্য ও বিনিয়োগ বিষয়ে তাদেরকে অবহিত করেন। পরিদর্শনের সময় আয়োজক প্রতিষ্ঠান আয়োজককারী প্রতিষ্ঠান জিআইবিএস হোল্ডিং এর চেয়ারম্যান ও প্রধান নির্বাহি ওয়াইবিএইচ জি তুন হাজি নাসিরুদ্দিন মোহাম্মদ আলী (YBHG TUAN HJ NASIRUDDIN MOHD AL),একই কোম্পানির প্রধান অপারেটিং কর্মকর্তা তুন হাজি হাসান আব্দুল হামিদ, (Tuan Haji Hasnan Abd Hamid), ফাইন্যান্স বিভাগের প্রধান ইঞ্জিনিয়ার মোহাম্মাদ খুসাইরি ওসমান (En. Mohd Khushairi Osman ), মানবসম্পদ বিভাগের প্রধান ইঞ্জিনিয়ার মোহাম্মদ ফাধিল সালেহ (En. Muhd Fadhil Salleh)এবং বাংলাদেশ হাইকমিশনের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বাংলাদেশ-মালয়েশিয়ার দ্বিপাক্ষিক বাণিজ্য প্রায় ৪ বিলিয়ন মার্কিন ডলার। এছাড়া, মালয়েশিয়া বাংলাদেশে বিশ্বের অষ্টম বৃহত্তম বিনিয়োগকারী দেশ।