পটুয়াখালীতে আগুনে ঝলসে যাওয়া পৌর শহরের ফটিকের খেয়াঘাট এলাকার সিকদার গেস্ট হাউজের ম্যানেজার জাহাঙ্গীর ফকিরের হত্যার প্রতিবাদে খুনি সাকিব গাজীর গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে দুমকি উপজেলার সর্বস্তরের জনগণ।

শুক্রবার (৯ জুন) সকাল সাড়ে নয়টায় উপজেলার মুরাদিয়া ইউনিয়নের বোর্ড অফিস বাজারে কয়েক শত নারী পুরুষ এ মানববন্ধনে অংশগ্রহণ করেন। নিহত জাহাঙ্গীর ফকির উপজেলার মুরাদিয়া ইউনিয়নের চরগরবদী গ্রামের জয়নাল ফকিরের ছেলে।

এসময় বক্তারা, খুনি সাকিব গাজীর গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় এনে বিচারের দাবি জানান। না হলে পরবর্তীতে আবার বিক্ষোভ ও মানববন্ধনের ঘোষণা দিবেন বলে জানান তারা।

পরে দশটার দিকে জয়গুন নেসা মাধ্যমিক বিদ্যালয় মাঠে তার জানাজা নামাজ অনুষ্ঠিত হয় এবং গ্রামের বাড়িতে দাফন করা হয়।

বিক্ষোভ মিছিল ও মানববন্ধনে উপস্থিত ছিলেন মুরাদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজান শিকদারসহ উপজেলার সর্বস্তরের জনগণ।

উল্লেখ্য, গত ২ জুন সন্ধ্যায় পৌর শহরের ফটিকের খেয়াঘাট এলাকার সিকদার গেস্ট হাউজের ২য় তলায় এসে স্থানীয় বাসিন্দা সাকিব গাজী চাঁদা দাবি করেন ম্যানেজার জাহাঙ্গীর ফকিরের কাছে। পরে চাঁদা দিতে রাজি না হওয়ায় সাকিব গাজী জাহাঙ্গীরের গায়ে পেট্রোল নিক্ষেপ করে আগুন ধরিয়ে দেয়। জাহাঙ্গীরের ডাক চিৎকার শুনে স্থানীয় লোকজন উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকার শেখ হাসিনা বার্ন ইউনিটে ভর্তি করে। ঘটনার ৫ দিন পরে বুধবার রাতে জাহাঙ্গীর চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

বার্তাবাজার/এম আই