গণহত্যা ও গণগ্রেপ্তারের প্রতিবাদে এবং সরকারের পদত্যাগের একদফা দাবি আদায়ের লক্ষ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যশোরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। শনিবার সকাল ১১টা থেকে যশোর শহরের পালবাড়ি মোড়ে বিভিন্ন স্থান থেকে ছাত্র, শিক্ষক, অভিভাবকসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ সমবেত হতে থাকেন। সড়কে হাজারো মানুষের ঢল নামে।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দুপুর ১২টার দিকে যশোরে এই বিশাল বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। বৃষ্টি উপেক্ষা করে এ বিক্ষোভে শত শত অভিভাবক, বিভিন্ন শ্রেণি পেশার মানুষ শিক্ষার্থীদের সঙ্গে যোগ দেন। বিক্ষোভ মিছিল ধর্মতলা, খোলাডাঙ্গা হয়ে চাঁচড়া তিন রাস্তার মোড়ে অবস্থান নেয়।

মিছিল শুরুর আগে বৃষ্টি শুরু হলেও বন্ধ হয়নি শিক্ষার্থীদের অবস্থান। বৃষ্টি উপেক্ষা করে বিভিন্ন ব্যানার, ফেস্টুন নিয়ে বিভিন্ন স্লোগান দিতে দিতে এগিয়ে যায় দশ সহস্রাধিক মানুষের মিছিলটি।

এরপর দুপুরে বিশাল এই গণজমায়েতে সংগঠকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন ছাত্র আন্দোলনের সমন্বয়ক রাশেদ খান, ইমরান খান প্রমুখ।

এদিকে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে সারাদেশে চারজন সাংবাদিকসহ ছাত্র-জনতা হত্যার প্রতিবাদ এবং ঢাকা সাংবাদিক ইউনিয়নের (একাংশের) সাংগঠনিক সম্পাদক সাঈদ খানের মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে সাংবাদিক ইউনিয়ন যশোর। এদিন দুপুরে প্রেসক্লাব যশোরের সামনে কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি আকরামুজ্জামানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এসএম ফরহাদের উপস্থাপনায় কর্মসূচিতে বক্তব্য রাখেন সাংবাদিক ইউনিয়ন যশোরের সাবেক সাধারণ সম্পাদক তৌহিদ জামান, বিএফইউজের সাবেক সহকারী মহাসচিব নূর ইসলাম, লোকসমাজের ভারপ্রাপ্ত সম্পাদক আনোয়ারুল কবীর নান্টু প্রমুখ।