হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিবুল্লাহ বাবুনগরী বলেছেন, ‘আজকে নির্বিচার গুলি, গণগ্রেপ্তার, গুম ও অন্যায়-জুলুমের বিরুদ্ধে এবং ছাত্রহত্যার বিচারের দাবিতে দল-মত নির্বিশেষে সবাই ঐক্যবদ্ধ। আমাদেরও অকুণ্ঠ সমর্থন রয়েছে।’

তিনি বলেন, ‘আমরা রক্তে ভেদাভেদ করি না। ন্যায়ের পক্ষে এবং জুলুম-বৈষম্যের বিরুদ্ধে লড়াইয়ে নিহতরা শহীদ। আর শহীদদের রক্ত কখনো বৃথা যায় না। তাদের রক্তের পথ বেয়েই আমাদের জাতীয় জীবনে ন্যায়বিচার প্রতিষ্ঠা পাবে।’

আজ শুক্রবার (২ আগস্ট) বাদ আছর চট্টগ্রামের জামিয়া আজিজুল উলুম বাবুনগরে অনুষ্ঠিত দোয়া মাহফিলে বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন। ‘কোটা সংস্কার আন্দোলনে শাহাদাত বরণকারী ছাত্র-জনতার’ রুহের মাগফিরাত কামনা ও চলমান সংকট থেকে উত্তরণে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

হেফাজত আমির বলেন, ‘শিক্ষার্থীদের আন্দোলন এখন আর কোটা নিয়ে নয়; ছাত্রহত্যার বিচারের দাবিতে পরিণত হয়েছে। দেশের গন্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও এমন নৃশংস হত্যাযজ্ঞের প্রতিবাদ ও নিন্দা ছড়িয়ে পড়েছে।’

দোয়া মাহফিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, হেফাজতে ইসলাম বাংলাদেশের উপদেষ্টা আল্লামা হাফেজ হাবীবুল্লাহ বাবুনগরী, যুগ্ম মহাসচিব মাওলানা মীর ইদরীস, যুগ্ম মহাসচিব মাওলানা নাছির উদ্দিন মুনীর, সহকারী মহাসচিব মাওলানা জাকারিয়া নোমান ফয়েজী প্রমুখ।