রাজধানীর উত্তরায় শিক্ষার্থীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনী ও ছাত্রলীগ এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার (২ আগস্ট) বিকেলে উত্তরা ১১ নম্বর সেক্টরে মাইলস্টোন কলেজের সামনে এ ঘটনা ঘটে।

এ সময় এক আন্দোলনকারী মেয়ে শিক্ষার্থীর গলা চেপে ধরতে দেখা যায় এক যুবককে,পরবর্তীতে ফেসবুকে ভিডিওটি ভাইরাল হলে পরিচয় পাওয়া যায় ঐ যুবকের । জানা যায় শিক্ষার্থীর গলা চেপে ধরা যুবক মেহেদি হাসান কাউসার ছাত্রলীগ নেতা ।

এদিন দুপুরে রাজধানীর উত্তরা জমজম টাওয়ার এলাকায় গণমিছিলে নামেন শিক্ষার্থীরা। একপর্যায়ে পুলিশ-শিক্ষার্থী সংঘর্ষ হয় ।এ সময় পুলিশও শিক্ষার্থীদের ধাওয়া পাল্টা ধাওয়ায় পুলিশ শিক্ষার্থীদের সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। এ সময় একজন গুলিবিদ্ধ হওয়ার খবর পাওয়া গেছে।