জয়পুরহাটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারী শিক্ষার্থীরা মিছিল ও সমাবেশ করেছেন। শুক্রবার (২ আগস্ট) বিকেল ৩টার দিকে নতুনহাট এলাকা থেকে তাদের মিছিল শুরু হয়।

মিছিল নিয়ে শিক্ষার্থীরা বাটার মোড় এলাকায় গিয়ে অবস্থান নিয়ে বিক্ষোভ ও সমাবেশ করেন। শিক্ষার্থীদের কর্মসূচি ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে আছেন।

সরেজমিনে দেখা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারী শিক্ষার্থীরা বিকেল ৩টার দিকে নতুনহাট এলাকা থেকে মিছিল নিয়ে বাটার মোড়ে যান। সেখানে গিয়ে অবস্থান নিয়ে বিক্ষোভ ও সমাবেশ করেন। মিছিল ও সমাবেশ থেকে তারা নানা স্লোগান ও প্রতিবাদমূলক বক্তব্য দেন। বাটারমোড় এলাকায় অবস্থান নেওয়ার পর তারা আবারও নতুনহাট এলাকায় এসে তাদের কর্মসূচী শেষ করেন।