কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে লালমনিরহাটে বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা একটি গণ মিছিল ও সমাবেশ করে। মিছিলের সম্মুখভগে কিছু অভিভাবক ও অংশ নেয়।
শুক্রবার ২ আগস্ট বিকালে লালমনিরহাট শহরের কালেক্টরেট মাঠ থেকে গণমিছিলের যাত্রা শুরু হয় । মিছিলটি কালেক্টরেট মাঠ থেকে হয়ে রেলস্টেশন অভিমুখের সড়কে উঠে, বিডিয়ার গেট, নর্থবেঙ্গল,বিজিবি ক্যাম্প হয়ে মিশনমোর পয়েন্টে আসে। আবার সেখান থেকে লালমনিরহাট- রংপুর মহাসড়কের হাড়ীভাঙায় গিয়ে পুনরায় মিশনমোরে ফিরে আসে। মিছিলে শিক্ষার্থীরা নানা রকমের স্লোগান দেন, “আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না, তোর কোটা তুই নে আমার ভাইকে ফেরত দে”।
এরপর শিক্ষার্থী এবং অভিভাবকরা সংক্ষিপ্ত বক্তব্যে নয় দফার কথা তুলে ধরেন। মিশনমোর পয়েন্ট থেকে ১০০ গজ পূর্ব দিকে সদর থানার ওসি, অতিরিক্ত পুলিশ সুপার, বিজিবির কর্মকর্তা এবং দুজন নির্বাহী ম্যাজিস্ট্রেট উপস্থিত থাকলেও মিছিল বা সমাবেশে কোন বল প্রয়োগ করেনি বা বাঁধা দেননি। শিক্ষার্থীরা এবং অভিভাবকগণ দুই ঘন্টার মত সেখানে অবস্থান করেন। এসময় চারপাশের রাস্তা গুলো ব্লক করে দেন। আগামী দিনে যেকোনো কর্মসূচিতে তারা কেন্দ্রীয় ভাবে সমন্বয় করে পালন করার ঘোষণা দিয়ে কর্মসূচি শেষ করেন।