অতি শিগগির চূড়ান্ত ডাকের ঘোষণা দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আব্দুল কাদের। গণমিছিলে বিভিন্ন স্থানে শিক্ষার্থীদের ওপর গুলি চালানোর প্রতিবাদে এ ঘোষণা আসছে। শুক্রবার (২ আগস্ট) এক ফেসবুক পোস্টে তিনি এ ঘোষণা দেন।

পোস্টে তিনি লিখেছেন, ‘খুলনা, সিলেট, ঢাকায় পুলিশ আমার ভাইদের ওপর আবারও গুলি চালিয়েছে, আমরা অতি শিগগির চূড়ান্ত ডাক দিচ্ছি।

পরে আরেক স্ট্যাটাসে তিনি লেখেন, ‘পুলিশ আবারও গুলি চালিয়েছে, সরকার তার গুণ্ডা বাহিনীকে লেলিয়ে দিয়ে ছাত্র-জনতাকে সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে, আমাদের চূড়ান্ত পর্যায়ের ডাক দিতে বাধ্য করতেছে। উদ্ভূত পরিস্থিতির সম্পূর্ণ দায় সরকারকেই নিতে হবে।’

এদিকে পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী, আজ শুক্রবার রাজধানীতে গণমিছিল কর্মসূচি পালিত হয়েছে। এতে রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে সংঘর্ষ, ধাওয়া-পাল্টাধাওয়ার খবর পাওয়া গেছে।