সিলেটে গণমিছিলে গুলি, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ছুড়েছে পুলিশ। এতে ৩০ জন শিক্ষার্থী আহত হয়েছে বলে জানিয়েছেন শাবিপ্রবির বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কারী ফয়সাল হোসেন। এ সময় একজন শিশুও গুলিবিদ্ধ হয়েছে বলেও তিনি জানান।
শুক্রবার (২ আগস্ট) বিকাল চারটায় নগরীর আখালিয়ায় মাউন্ট এডোরা হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে। এ সময় একজন সাংবাদিকও আহত হয়েছেন বলে জানা গেছে।
সরেজমিন দেখা যায়, সুরমা আবাসিক এলাকা থেকে ভার্সিটি গেইটে একটি মিছিল আসে। অপরদিকে, তেমুখী এলাকা থেকে একটি মিছিল ভার্সিটি গেইটে আসে। দুটি মিছিল একসাথে জড়ো হয়ে স্লোগান দিতে দিতে মদিনা মার্কেটের দিকে যাওয়া শুরু করে। মাউন্ট এডোরার কাছে মিছিলটি গেলে পুলিশ সেখানে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এ সময় পুলিশের উপর শিক্ষার্থীদের ইট-পাটকেল ছুড়তে দেখা যায়।
সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার আজবাহার আলী শেখ বলেন, কিছু আন্দোলনকারী শিক্ষার্থী মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয় গেইটে প্রবেশ করতে চেয়েছিল। এরপর তাদের বাধা দিলে তারা আমাদের উপর ইট-পাটকেল নিক্ষেপ করে। এতে আমাদের ৫ জন পুলিশ সদস্য আহত হয়।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সিলেটের অন্যতম সমন্বয়ক ফয়সাল হোসেন বলেন, আমাদের দুটি মিছিল ভার্সিটি গেইটে জড়ো হয়। এ সময় পুলিশ বাধা দিলেও ছাত্রজনতার প্রতিরোধের মুখে আমাদের ছেড়ে দিতে বাধ্য হয়। পরে আমরা মদিনা মার্কেটে গিয়ে আমাদের শান্তিপূর্ণ গণমিছিল শেষ করতে চেয়েছি। কিন্তু মাউন্ট এডোরার সামনে আসলে পুলিশ আমাদের উপর আক্রমণ করে।