প্রাকৃতিক বজ্রপাত রোধে এবং পরিবেশের ভারসাম্য তৈরিতে
জয়পুরহাটের আক্কেলপুরের গোপীনাথপুরে রাস্তায় তাল গাছের চারা রোপন করা হয়েছে। রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় গতকাল বিকেলে আক্কেলপুর উপজেলা কৃষি অফিসের উদ্যোগে হরিপুর-দিউল সড়কের ১ কিলোমিটার সড়কে প্রায় ৪শ তাল গাছের চারা রোপন করা হয়। এসময় উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান হোসেনের সভাপতিত্বে কর্মসূচিতে অংশ নেন আক্কেলপুর উপজেলা চেয়ারম্যান মোখছেদ আলী, উপজেলা নির্বাহী কর্মকর্তা মঞ্জুরুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যক্ষ মোখছেদ আলী প্রমুখ।