জয়পুরহাটে জেলা পুলিশের আয়োজনে জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় ৫ টি উপজেলার বিভিন্ন স্কুল ও কলেজে অধ্যয়নরত মোট ১৫০ জন শিক্ষার্থীর অংশগ্রহণে আন্ত: থানা কাবাডি (পুরুষ ও নারী) প্রতিযোগিতা ২০২৪ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (০১ আগস্ট) বিকাল ৫টায় বিজয়ীদের হাতে পুরুষ্কার তুলে দেন জয়পুরহাট পুলিশ সুপার ও জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি মোহাম্মদ নূরে আলম বিপিএম। এর আগেবুধবার (৩১ জুলাই) বিকেলে জয়পুরহাট পুলিশ লাইনস্ মাঠে বর্ণি আয়োজনে আনুষ্ঠানিক ভাবে এ কাবাডি প্রতিযোগিতার উদ্বোধন করেন তিনি ।

এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার কে.এম.এ মামুন খান চিশতী (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার ফারজানা হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল ইশতিয়াক আলম, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোঃ মাহাবুব মোরশেদুল আলম লেবু, সহ প্রতিযোগীতায় অংশগ্রহণকারী খেলোয়াড়বৃন্দ।

উক্ত প্রতিযোগীতায় ফাইনালে জয়পুরহাট সদর থানা নারী দল ২৫-০৮ পয়েন্টে পাঁচবিবি থানা নারী দলকে পরাজিত করে।

অপরদিকে পুরুষদের খেলায় জয়পুরহাট সদর থানা পুরুষ দল ৪৪-০৫ পয়েন্টে পাঁচবিবি থানা পুরুষ দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।

পুরুষ্কার বিতরণ অনুষ্ঠানে পুলিশ সুপার মোহাম্মদ নূরে আলম বিপিএম মাদক, সন্ত্রাস ও জঙ্গি তৎপরতা থেকে দূরে থাকতে এবং সুন্দর সমাজ গঠনে বেশি করে খেলাধুলার আয়োজন করার আহ্বান জানান।