স্কচটেপ দিয়ে মোড়া একটি প্যাকেট থেকে ১৩০ ভরি ওজনের ১২টি সোনার বার উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজার মূল্য সোয়া কোটি টাকার বেশি।

 

চুয়াডাঙ্গার জীবননগরে মালিকবিহীন একটি মোটরসাইকেল থেকে ১৩৬ ভরি সোনা উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকালে জীবননগর বাজারপাড়া থেকে এসব উদ্ধার করা হয় বলে জানিয়েছেন চুয়াডাঙ্গার পুলিশ সুপার আব্দুল্লাহ্ আল-মামুন।

 

তিনি বলেন, সোনা পাচারের উদ্দেশ্যে পাচারকারী জীবননগর বাজারপাড়া এলাকায় অবস্থান করছে বলে তাদের কাছে খবর আসে। এর ভিত্তিতে দামুড়হুদা সার্কেল এএসপি জাকিয়া সুলতানা এবং জীবননগর থানার ওসি নাসির উদ্দীন মৃধা দলসহ বাজারপাড়ায় যান। বিষয়টি বুঝতে পেরে আগেই মোটরসাইকেল ফেলে পালিয়ে যায় পাচারকারী।

 

পরে ঘটনাস্থল থেকে মালিকবিহীন অবস্থায় একটি মোটরসাইকেল পড়ে থাকতে দেখে সেটি তল্লাশি করা হয় বলে তিনি জানান। পুলিশ সুপার জানান, সাংবাদিক এবং স্থানীয়দের উপস্থিতিতেই স্কচটেপ দিয়ে মোড়ানো অবস্থায় একটি প্যাকেট থেকে ১৩০ ভরি ওজনের ১২টি সোনার বার উদ্ধার করা হয়; যার আনুমানিক বাজার মূল্য ১ কোটি ২৭ লাখ টাকা।

 

এছাড়া আরেকটি প্যাকেট থেকে ৬ ভরি ওজনের একটি নেকলেস ও দুটি ব্রেসলেট উদ্ধার করা হয়; যার আনুমানিক বাজারমূল্য ৫ লাখ ৭০ হাজার টাকা, বলেন তিনি। সবমিলিয়ে দুইটি প্যাকেট থেকে মোট ১৩৬ ভরি সোনার বার ও গহনা উদ্ধার করা হয় বলে জানান এ কর্মকর্তা। তিনি বলেন, উদ্ধার হওয়া সোনার আনুমানিক বাজার মূল্য ১ কোটি ৩২ লাখ ৭০ হাজার টাকা।

ই.এক্স/ও.আর/বার্তা বাজার