হত্যা মামলায় জামিন পেয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। বৃহস্পতিবার ইসলামাবাদ হাইকোর্ট তার বিষয়ে এ রায় দেয়।

আদালতের এ রায়ের ফলে ইমরান খানকে ১৪ দিনের মধ্যে পুনরায় গ্রেফতার করা যাবে না। তার আইনজীবী গোহর খান এ তথ্য দিয়েছেন।

এর আগে পাকিস্তানের সাবেক এ প্রধানমন্ত্রীকে ৯ মে তারিখে গ্রেফতার করা হয়। তখন তার দল পিটিআই-এর সমর্থকরা সহিংস বিক্ষোভের সূচনা করে। ওই বিক্ষোভটি তিন দিন ধরে চলমান ছিল। এরপর ইমরান খানকে মুক্তি দেওয়া হয়। তিনি এখন বিভিন্ন ফৌজদারি মামলায় জামিনে মুক্ত আছেন।

তার আইনজীবী গোহর খান বলেছেন, হত্যা মামলায় জামিনের জন্য এবং নতুন গ্রেফতারি তৎপরতা এড়াতে আরও ১২টিরও বেশি মামলায় তার জামিন বাড়ানোর জন্য তিনি লাহোরের বাড়ি থেকে রাজধানীর আদালতে গিয়েছিলেন।

ইমরান খানের আরেক আইনজীবী নাঈম হায়দার জানান, অন্য যে সব মামলায় তিনি আপিল করেছিলেন, সে সব মামলায়ও তিনি জামিন পেয়েছেন।

৭০ বছর বয়সী সাবেক এ ক্রিকেট অধিনায়ক ২০১৮ সালে প্রধানমন্ত্রী হন। তিনি গত বছর অনাস্থা ভোটে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে পাকিস্তানের শক্তিশালী সামরিক বাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েছেন।

সূত্র : রয়টার্স

বার্তাবাজার/এম আই