পিরোজপুরের ইন্দুরকানীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে লাইজু বেগম (২৭) নামে এক নারীর মৃত্যু হয়েছে। তাকে বাঁচাতে গিয়ে আহত হয়েছে তানিয়া নামে আরও এক নারী। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার সদর ইউনিয়নের চাড়াখালী গ্রামের (চৌরাস্তা সংলগ্ন) এ দুর্ঘটনা ঘটে। নিহত লাইজু ওই এলাকার বাদশা খানের মেয়ে।

নিহতের পরিবার জানায়, সন্ধ্যায় লাইজু তার বাবার বাড়ির ঘরের লোহার দরজা আটকাতে গিয়ে তিনি বিদ্যুতায়িত হয়। তখন ভাইয়ের স্ত্রী তানিয়া বেগম দেখতে পেয়ে ছাড়াতে গিয়ে সেও বিদ্যুতায়িত হয়। পরে স্বজনেরা তাদের আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক লাইজুকে মৃত্যু ঘোষণা করেন। তবে ওই দরজাটিতে বিদ্যুতের তার জরিয়ে ছিল বলেও জানান তারা।

স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডা. ফাতেমা আক্তার রিমা বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই লাইজু নামের এক নারীর মৃত্যু হয়। এছাড়াও তানিয়া নামের আরেক নারীকে প্রাথমিক চিকিৎসা শেষে পিরোজপুর সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ এনামুল হক জানান, শুনেছি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে লাইজু নামে এক নারীর মৃত্যু ঘটেছে। আরেক নারী আহত হয়। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

বার্তাবাজার/এমআই