খুলনা মহানগরীর রয়েলের মোড়ে বৈষম্য বিরোধী ছাত্রদের একটি অংশের আহবানে বেলা ১২:০০ টা থেকে ৯ দফা দাবিতে মহানগরীর বিভিন্ন ইউনিভার্সিটি, কলেজের ছাত্র-ছাত্রীরা রয়েলের মোড়, সাত রাস্তা মোড়ে অবস্থান গ্রহণ করে।
সকাল থেকেই রয়েল এর মোড়ে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অবস্থান গ্রহণ করে। বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা নয় দফা দাবিতে রয়েলের মোড়ে থেমে থেমে সম্মিলিত স্লোগানে মুখরিত থাকে। বেলা বাড়ার সাথে সাথে বিপুল সংখ্যক শিক্ষার্থীরা রয়েলের মোড়ে উপস্থিত হয়। আন্দোলনরত শিক্ষার্থীদের আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা চারিদিক থেকে বেরিকেড রাখে।
বেলা ২:১৫ মিনিটের সময়ে বৈষম্য বিরোধী ছাত্রদের সাথে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের তুমুল সংঘর্ষ বেঁধে যায়। এই সংঘর্ষ ছড়িয়ে পড়ে রয়েলের মোড়ে, সাত রাস্তার মোড়, ফুল মার্কেটের মূল সড়কসহ বিভিন্ন গলিতে। আইন-শৃঙ্খলা বাহিনী সদস্যরা রাবার বুলেট ও টিয়ার গ্যাস নিক্ষেপ করে আন্দোলনরত শিক্ষার্থীদের উপরে। ফুল মার্কেট এলাকা থেকে কয়েকজনকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনী সদস্যরা। এই রিপোর্ট লেখা পর্যন্ত থমথমে অবস্থা বিরাজ করছে খুলনা মহানগরী সদর থানা এলাকায়।