জয়পুরহাটে নারী ও পুরুষদের আন্তঃথানা কাবাডি খেলা শুরু হয়েছে। বুধবার (৩১ জুলাই) বিকেলে পুলিশ লাইন্স মাঠে এ খেলার উদ্বোধন করেন পুলিশ সুপার মোহাম্মদ নূরে আলম।
জেলা পুলিশ আয়োজিত জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় এ খেলায় পাঁচ থানার পুরুষের পাঁচটি দল ও নারীদের পাঁচটি দল অংশগ্রহণ করছেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) কেএমএ মামুন খান চিশতী, অতিরিক্ত পুলিশ সুপার ফারজানা হোসেন, ইশতিয়াক আলম, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোরশেদুল আলম লেবু প্রমুখ।