ময়মনসিংহ নগরীতে চলমান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঘোষিত ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচিতে ময়মনসিংহে আদালতের সামনে অবস্থান ও মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। আজ বুধবার (৩১ জুলাই) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত এ কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা।

কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সংঘটিত গণহত্যার বিচার দাবি, মামলা, হয়রানি বন্ধসহ নয় দফা দাবিতে কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। এ সময় আন্দোলনের সমন্বয়ক আশিকুল ইসলাম ও আরিফুর হাসান প্রমুখ বক্তব্য রাখেন।

বেলা সাড়ে ১১টার দিকে ময়মনসিংহ চিফ জুডিসিয়াল আদালতের ফটকের উল্টোদিকে অবস্থান নিয়ে বিভিন্ন শ্লোগান দেন শিক্ষার্থীরা। পরে সেখানে আরও আন্দোলনকারী যোগ দিলে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। পরে তারা রাস্তার পাশে দাঁড়িয়ে মানববন্ধন করে। মানববন্ধন শেষে শিক্ষার্থীরা মিছিল নিয়ে নজরুল স্কয়ারে গিয়ে জড়ো হয়।

সমাবেশে কোটা আন্দোলনের সমন্বয়ক আরিফুল ইসলাম বলেন, ৯ দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। দাবি আদায়ে শহীদ ভাইদের মতো আমরাও জীবন দিতে প্রস্তুত।

এ সময় অপর সমন্বয়ক মো. আশিকুর রহমান বলেন, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে আমাদের শান্তিপূর্ণ আন্দোলন চলবে। কিন্তু দুঃখজনক হলো এখন পর্যন্ত ময়মনসিংহ নগরীতে শহীদ শিক্ষার্থী রোদোয়ান হোসেন সাগরের খুনিদের চিহ্নিত করে গ্রেপ্তার করা হয়নি। সরকার যদি শিক্ষার্থীদের গণহত্যা চালিয়ে আন্দোলন দমন করতে চায়, তাহলে আমরাও সেই গণহত্যায় শরিক হতে চাই।

কর্মসূচিতে শিক্ষার্থী আন্দোলনের সমন্বয়ক প্যানেলের রাকিবসহ আরও অনেকেই উপস্থিত ছিলেন। সেই সঙ্গে আন্দোলনকারিদের ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচিতে বিপুল সংখ্যক শিক্ষার্থী অংশ নেয়।

এদিকে ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচির সময়ে নগরীর কাচারি মোড়, টাউল হল, নতুন বাজার ও জিলা স্কুল মোড় এলাকায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়। এতে ভোগান্তির মধ্যে পড়েন সাধারন যাত্রীরা।