কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে ১ হাজার ১৮২ ক্যান বিয়ার জব্দ করেছে কোস্ট গার্ড। তবে কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি বলে জানায় কোস্ট গার্ড।
বৃহস্পতিবার (৮ জুন) ভোরে হেচকার খাল সংলগ্ন প্যারাবন থেকে এসব বিয়ার উদ্ধার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেঃ কমান্ডার বিএন আব্দুর রহমান।
তিনি জানান, নাফ নদীতে একটি বিশেষ অভিযান পরিচালনা কালে হেচকার খাল সংলগ্ন প্যারাবনের মধ্যে সন্দেহজনক কয়েকজন ব্যক্তির আনাগোনা দেখা যায়। এসময় কোস্ট গার্ড এর উপস্থিতি টের পেয়ে তারা লোকালয়ের দিকে পালিয়ে যায়। পরে প্যারাবনে তল্লাশী চালিয়ে ঝোঁপের মধ্যে অভিনব কায়দায় লুকানো অবস্থায় ১০টি বস্তা থেকে ১হাজার ১৮২ক্যান বিয়ার জব্দ করা হয়।
জব্দকৃত বিয়ার পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন কোস্ট গার্ডের এই কর্মকর্তা।
বার্তাবাজার/রাআ