“ভরবো মাছে মোদের দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ” স্লোগানে ময়মনসিংহের ভালুকায় জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৪ পালন উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা সভা ও র্যালী অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩১ জুলাই) সকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা আলীনূর খানের সভাপতিত্বে ভালুকা ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার আবু নছর মোঃ মাহফুজুল হকের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ সাইদুর রহমান।
এসময় অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এজাদুল হক পারুল, সহকারী কমিশনার (ভূমি) ফারহান লাবীব জিসান, ভালুকা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি সাদিকুর রহমান তালুকদার, ভালুকা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আসাদুজ্জামান সুমন, বিরুনীয়া ইউপি চেয়ারম্যান ছামছুল হোসাইন, মল্লিকবাড়ী ইউপি চেয়ারম্যান মোঃ আকরাম হোসাইন সহ কয়েকজন মৎস্য চাষী।
আলোচনা অনুষ্ঠানে শেষে উপজেলা পরিষদের পুকুরে বিভিন্ন জাতের পোনা মাছ অবমুক্ত করা যায়।