অসহনীয় লোডশেডিং ও বিদ্যুৎখাতে ব্যাপক দুর্নীতির প্রতিবাদে বান্দরবান বিদ্যুৎ অফিসের সামনে ঘন্টাব্যাপী অবস্থান কর্মসূচি পালন করেছে জেলা বিএনপি’র নেতা কর্মীরা। বৃহস্পতিবার (৮ জুন) সকাল ১১টায় নেতাকর্মীরা এই কর্মসূচি পালন করেন।
এদিকে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে বিদ্যুৎ অফিসসহ শহরের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে দাঙ্গা পুলিশ মোতায়েন করা হয়।
জানা যায়, শহরের জজ কোর্টের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে বিদ্যুৎ অফিসের সামনে গিয়ে শেষ হয়। নেতাকর্মীরা হারিকেন চেরাগ নিয়ে মিছিল অংশ নেয়।
এ সময় কর্মসুচীতে বান্দরবান জেলা বিএনপি’র সভাপতি মাম্যাচিং, সাধারণ সম্পাদক মোঃ জাবেদ রেজা, সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন তুষার, সাবেক সহ-সভাপতি লুসাই মং, উপজেলা বিএনপি সভাপতি ছরোয়ার জামালসহ বান্দরবান জেলা বিএনপি ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সমাবেশ শেষে বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলীর কাছে স্মারকলিপির প্রদান করেন নেতৃবৃন্দ।