খুলনা ইউনিভার্সিটির ছাত্রদের নেতৃত্বে খুলনা শিববাড়ি মোড়ে রাষ্ট্রীয় শোক প্রত্যাখ্যান, নতুন কর্মসূচির ঘোষণা দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দরা। রাষ্ট্রীয় শোক পালনের ঘোষণা কে কেন্দ্র করে আজ সকাল থেকেই খুলনা শিববাড়ি মোড়ে অবস্থান গ্রহণ করতে থাকে বৈষম্য বিরোধী ছাত্রদের একটি অংশ। সকাল থেকেই খুলনার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। খুলনা শিববাড়ি মোড়ে বৈষম্য বিরোধী ছাত্রদের অবস্থানকে চতুর্দিক থেকে আইনশৃঙ্খলা বাহিনী ঘিরে রেখেছে। এ সময়ে বৈষম্য বিরোধী ছাত্রদের সাথে আইন-শৃঙ্খলা বাহিনীর উত্তপ্ত বাক্য বিনিময় হয়।

এ রিপোর্ট লেখার সময়ে সাধারণ ছাত্র ছাত্রীরা খুলনার প্রাণকেন্দ্র শিববাড়ি মোড়ে অবস্থান করছে। উত্তপ্ত পরিস্থিতিকে কেন্দ্র করে শিববাড়ি মোড়ে এই মুহূর্তে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত রয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজনের সাথে এই প্রতিবেদক কথা বলে জানতে পারে সাধারণ ছাত্র ছাত্রীদের যৌক্তিক দাবি যতক্ষণ পর্যন্ত সরকার সম্পূর্ণ রূপে মেনে না নিবে ততদিন তাদের আন্দোলন চলমান থাকবে। আন্দোলনকারীরা আরো জানান রাজধানী ঢাকায় গোয়েন্দা সংস্থার হেফাজতে আটক সকল সমন্বয়কারীদের অবিলম্বে মুক্তি দেওয়া ও সকল ছাত্রদের হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচারের আহ্বান জানিয়েছেন সাধারণ ছাত্র- ছাত্রীরা।