রংপুরে পুলিশের এসআই পদে মাঠ পরীক্ষা দিতে গিয়ে প্রচন্ড দাবদাহে স্ট্রোক করে ফারিজুল ইসলাম নামে এক শিক্ষকের মৃত্যু হয়েছে।

বুধবার (৭ জুন) রাত সাড়ে ৯টার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

ফারিজুল ইসলাম মিঠাপুকুর উপজেলার চেংমারী ইউনিয়নের ফকিরেরহাট গিলাঝুঁকি গ্রামের সেকেন্দার আলীর ছেলে।

তিনি মিঠাপুকুর উপজেলার কোমরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারি শিক্ষক ও হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ১৫ ব্যাচের পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী ছিলেন।

বিষয়টি নিশ্চিত করেছেন নিহত ফারিজুল ইসলামের খালাতো ভাই ফরহাদ হোসেন।

বার্তাবাজার/রাআ