ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে বজ্রপাতে যুবক নিহত হয়েছে। নিহতের নাম মোঃ হৃদয় মিয়া। সে চরচারতলা লতিফ বাড়ির ভাড়াটিয়া বাসিন্দা নাসির মিয়ার ছেলে । এসময় বজ্রপাতের উজ্জ্বল মিয়া নামে আরেক যুবক আহত হয়েছে। উজ্জ্বল মিয়া লতিফ বাড়ির জসিম উদ্দিনের ছেলে।

বৃহস্পতিবার দুপুরে উপজেলার চর চারতলার আশুগঞ্জ সার কারখানার পিছনের বালুর মাঠে এই বজ্রপাতের ঘটনা ঘটে। ঘটনার পর পরই তাদেরকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক হৃদয়কে মৃত ঘোষণা করেন।

স্থানীয়রা জানান, হৃদয় চর চারতলার জসীম উদ্দীনের মহিষের খামারে কাজ করতো। দুপুরে হৃদয় উজ্জল সার কারখানার পিছনের বালুর মাঠে মহিশ গুলোকে ঘাস খাওয়ানোর জন্য নিয়ে যায়। এ সময় বৃষ্টি ও ঝড় শুরু হলে বজ্রপাতে হৃদয় ও উজ্জল গুরুতর আহত হন। আহতদের স্থানীয়রা উদ্ধার করে স্থানীয় হাসপাতলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হৃদয়কে মৃত ঘোষণা করেন এবং উজ্জ্বলকে চিকিৎসা প্রদান করেন।

এ দিকে বজ্রপাতের ঘটনার পরপরই আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্যামল চন্দ্র বসাক ও উপজেলা সহকারী কমিশনার ভূমি হাজী তাহমিনা শারমিন ঘটনাস্থলে যান। এই সময় মৃত হৃদয়রে পরিবারকে নগদ ২৫ হাজার টাকা প্রদান করেন।

আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্যামল চন্দ্র বসাক জানান, দুপুরে চরচারতলা দুজন গুরুতর আহত হন । তাদের মধ্যে আহত হৃদয় হাসপাতালে মারা যান ও উজ্জ্বলকে দেওয়া হয়। আমরা উপজেলা প্রশাসন মৃত হৃদয়রে পরিবারকে নগদ ২৫ হাজার টাকা প্রদান করি এবং আহত উজ্জ্বল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ।

বার্তাবাজার/রাআ