ময়মনসিংহের ভালুকা উপজেলায় হতদরিদ্র, দিনমজুর ও খেটে খাওয়া মানুষদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।শুক্রবার সকালে প্রধানমন্ত্রীর নির্দেশে স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব এম এ ওয়াহেদের পক্ষ থেকে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

শুক্রবার সকালে পৌরসভার ওয়াহেদ টাওয়ারে খাদ্যসামগ্রী বিতরণ করার সময় ভালুকা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব গোলাম মোস্তফা, ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আবু সায়েম, সাবেক ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু, ভালুকা মডেল থানার ওসি শাহ মো. কামাল আকন্দ, ওসি (তদন্ত) জাহাঙ্গীর আলম, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি সাদিকুর রহমান তালুকদার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জাকির হোসেন শিবলী, সাধারণ সম্পাদক কেবিএম আসাদুজ্জামান সানা, আওয়ামী যুবলীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক খোকন হোসেন ঢালি, ভালুকা আঞ্চলিক শ্রমিক লীগের সভাপতি নজরুল ইসলাম সরকার, সাধারণ সম্পাদক ইব্রাহীম খলিল, নূরে আলম জিকুসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

জাকির হোসেন শিবলী জানান, স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব এমএ ওয়াহেদ প্রধানমন্ত্রীর নির্দেশে কোটা সংস্কার আন্দোলন চলাকালে কর্মসংস্থানে যারা যেতে পারেন নাই তাদের জন্য এই খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।