মালয়েশিয়াস্থ বাংলাদেশী প্রতিষ্ঠান মারুফ গোল্ডেন রোজ এন্ড মাসুম গোল্ডেন রোজ এসডিএন বিএইচডি এর আয়োজনে পবিত্র শাহাদাত-এ-কারবালা স্মরণে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল কোম্পানির সুবাংজায়া প্রধান কার্যালয়ে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ঐতিহ্যবাহী চট্টগ্রাম মাইজভাণ্ডার দরবার শরিফের সাজ্জাদানশীন, ড. সাইয়্যিদ সাইফুদ্দীন আহমদ আল হাসানী মাইজভাণ্ডারী। সভাপতিত্ব করেন মারুফ এন্ড মাসুম গোল্ডেন রোজ এর ম্যানেজিং ডাইরেক্টর মো. মনিরুজ্জামান মাসুম।

এসময় প্রধান অতিথি তার বক্তৃতায় বলেন, আমাদের সমাজে দুর্নীতি, অন্যায়, বৈষম্য সর্বত্র ছড়িয়ে পড়েছে। বিভিন্ন আইন, নীতিমালা, শিক্ষা, সার্টিফিকেট এগুলো বন্ধ করতে পারছে না। কারণ দুর্নীতি প্রতিরোধে একটি সৎ ও ন্যায়ের আদর্শ মনে প্রাণে ধারণের প্রয়োজন আছে। তিনি বলেন,৬১ হিজরীতে, প্রিয় নবিজী (সা:) হযরত সাইয়্যেদুনা ইমাম হোসাইন (রাঃ) ও তার পরিবারবর্গ অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম করেছেন। তারা নিজেদের পবিত্র রক্তের বিনিময়ে সত্যকে সমুন্নত রেখেছেন। আমাদেরকেও সে ঐতিহাসিক ঘটনাটি স্মরণ করে, সত্যের প্রশ্নে আপসহীন থাকতে হবে।তিনি আরো বলেন,যারা দুর্নীতি, প্রতারণা করে, তারা মানুষের অধিকার নষ্ট করছে, জুলুম করছে। মহান আল্লাহ্ এদেরকে কখনো ক্ষমা করেন না।”

এসময় উপস্থিত ছিলেন, আঞ্জুমান-এ-রহমানিয়া মইনীয়া মাইজভাণ্ডারীয়া মালয়েশিয়া শাখার স্মমন্বয়ক আবু কাওসার ভুইয়া, সিনিয়র প্রবাসী মো. আলী হোসেন, মারুফ এন্ড মাসুম গোল্ডেন রোজের এইচ আর ম্যানেজার : ওমর ফারুক, ডাইরেক্টর কামরুল হাসান রিদয়, অপারেশন ম্যানেজার মোতালেব হোসেন খোকা,অপারেশন ইনচার্জ : ফারুক আহমেদ, মার্কেটিং ম্যানেজার জালাল আবেদীন, কাস্টোমার সাপোর্ট অফিসার, মো: রাসেল মুন্সি সহ অন্যন্যরা।

আলোচনা শেষে কোম্পানির ম্যানেজিং ডাইরেক্টর মনিরুজ্জামান মাসুম এর সুস্থতা কামনা ও কোটা আন্দোলনে নিহতদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।