বর্ণাঢ্য আয়োজনে যশোরের শার্শায় দৈনিক যায়যায়দিনের ১৮ বছরে পদার্পণ উপলক্ষে কেক কাটা ও র্যালী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৮ জুন) সকালে উপজেলা পরিষদের হল রুমে নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়।
দৈনিক যায়যায়দিনের শার্শা উপজেলা প্রতিনিধি আশরাফুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা নির্বাহী অফিসার নারায়ন চন্দ্র পাল।
অনুষ্ঠানে প্রথমে কেক কাটা অনুষ্ঠান শেষে পরে উপজেলা চত্ত্বরে একটি আনন্দ শোভাযাত্রা বের করা হয়।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম আকিকুল ইসলাম, শার্শা উপজেলা কৃষি অফিসার প্রতাপ মন্ডল, শার্শা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আবুল হাসান, শার্শা উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আব্দুল্লাহ আল রাসেল, শার্শা সদর ইউনিয়নের চেয়ারম্যান কবির উদ্দিন তোতা,ডাঃ লক্ষিন্দার কুমার দে, বেনাপোল সীমান্ত প্রেসক্লাবের সভাপতি আইয়ুব হোসেন পক্ষী, নাভারন প্রেসক্লাবের সাধারন সম্পাদক রাজু আহমেদ, চ্যানেল এস এর সিনিয়র রিপোর্টার ইসমাইল হোসেন, এশিয়ান টিভির যশোর জেলা প্রতিনিধি সেলিম আহম্মেদ, দৈনিক রানার এর বাগআঁচড়া প্রতিনিধি আরিফ হোসেন, গ্লোবাল টেলিভিশন এর বেনাপোল প্রতিনিধি রাসেল ইসলাম, যুগান্তর পত্রিকার ঝিকরগাছা প্রতিনিধি মহসিন আলম, দৈনিক অর্নিবান এর স্টাফ রিপোর্টার সবুজ হোসেন,বাংলাদেশ সমাচার পত্রিকার শার্শা প্রতিনিধি ইকরামুল ইসলাম, সিএনআই এর বেনাপোল প্রতিনিধি এম উসমান গণি, দৈনিক যশোর এর শার্শা উপজেলা প্রতিনিধি জসিম উদ্দিন প্রমূখ।
বার্তা বাজার/জে আই