মালয়েশিয়া শাখা আঞ্জুমানে রহমানিয়া মঈনীয়া মাইজ ভান্ডার এর উদ্যাগে মুসলিম জাহানের শোকের দিন পবিত্র আশুরা শাহাদাতে কারবালার স্বরনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল রাজধানী কুয়ালালামপুরের বুকিত বিনতাং এ সভা অনুষ্ঠিত হয়। মালয়েশিয়াস্থ রহমানিয়া মঈনীয়া মাইজ ভান্ডার শাখা এর সমন্বয়ক আবু কাউসার ভুইয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভিআইপি পিঠাঘরের চেয়ারম্যান মো. ইসমাঈল হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঐতিহ্যবাহী চট্রগ্রামের মাইজভান্ডার দরবার শরীফের সাজ্জাদানশীন ড. সাইয়্যিদ সাইফুদ্দিন আহমেদ আল হাসানী আল হোসাইনী।
এসময় প্রধান অতিথির বক্তৃতায় তিনি বলেন, আমাদের সকলের দুর্নীতি-অন্যায়ের বিরুদ্ধে লড়াইয়ে ইমাম হোসাইন (রাঃ) চেতনার জাগরণ প্রয়োজন। আমাদের সমাজে দুর্নীতি, অন্যায়, বৈষম্য সর্বত্র ছড়িয়ে পড়ার আগেই দুর্নীতি প্রতিরোধে একটি সৎ ও ন্যায়ের আদর্শ মনে প্রাণে ধারণের প্রয়োজন আছে।
এসময় মালয়েশিয়া আঞ্জুমান-এ-রহমানিয়া মইনীয়া মাইজভাণ্ডারীয়ার কেন্দ্রীয় নেতাদের মধ্যে যারা উপস্থিত ছিলেন,মো ফারুক আহাম্মদ ,আব্দুল রউফ মিয়া, আলমঙ্গীর হোসেন, মো বাদশা মিয়া ,বুরহান উদ্দিন ,মোল্লা তালেব, মো. আজিম হোসাইন, মো জামাল হোসেন, আরিফ হোসেন, সিংগাপুর থেকে আগত মো. রফিক আহাম্মদ , মো.জাকারিয়া সহ শতাধিক প্রবাসী ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মালয়েশিয়া আঞ্জুমান ও মইনীয়া যুব ফোরামের নেতৃবৃন্দ এবং স্থানীয় মালয়েশিয়া কমিউনিটির নেতৃবৃন্দ, মালয়েশিয়া ব্যবসায়িক নেতৃবৃন্দ, কমিউনিটি নেতৃবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিকসহ অসংখ্য লোক উপস্থিত ছিলেন। সভা শেষে বিশ্বের মুসলিম উম্মাহর মঙ্গল কামনায় ও কোটা আন্দোলনে নিহতদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া মোনাজাত করা হয়।