সারাদেশে অসহনীয় লোডশেডিং ও বিদ্যুৎ খাতে দুর্নীতির প্রতিবাদে দেশব্যাপী কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে অবস্থান কর্মসূচি পালন করেছে পটুয়াখালী জেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

বৃহস্পতিবার (৮ জুন) সকাল ১০টায় পটুয়াখালী ফটিকের খেয়া ঘাট থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু করে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের সামনে পৌঁছানোর আগে ফায়ার সার্ভিস অতিক্রম করলেই পুলিশি বাঁধার সম্মুখীন হয় তারা। এসময় পুলিশের সাথে বাক বিতণ্ডা হয় বিএনপি নেতা কর্মীদের।

পরে মিছিল থেকে কয়েকজন নেতাকর্মী গিয়ে পটুয়াখালী ওয়েস্ট জোন পাওয়ার ডেভলপমেন্ট বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ শফিকুল ইসলাম এর কাছে স্মারক লিপি প্রদান করে। পরে অবস্থান কর্মসূচি শেষে মিছিল নিয়ে ফেরার পথে আবারো পুলিশের বাঁধার সম্মুখীন হন তারা। এ সময় পুলিশ তাদের দুই নেতাকর্মীকে আটক করে।

পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান বলেন, আমরা তাদেরকে শান্তিপূর্ণ ভাবে থাকতে বলেছি। তাদের মধ্য থেকে বিভিন্ন মামলার পলাতক দুই আসামিকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে।

বার্তাবাজার/এম আই